দায়িত্ব পালন কালে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে পীরগঞ্জে সমাবেশ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।৩০ সে অক্টোবর সোমবার বেলা ১১ টায় পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ সমাবেশ হয়।গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও নির্যাতন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও আহতদের সরকারী ভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারা দেশে আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহী, এছাড়াও জেলা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।