দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

নভেম্বর ০৪ ২০২৩, ০০:১৭

Spread the love

মএনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরের দিকে ভারতীয় ৪টি ট্রাক আলু নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে।

মেসার্স নিশাত ট্রেডার্স নামের একটি আমদানির কারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করেছেন। ৪ গাড়িতে ১১০মেট্রিকটন আলু আমদানি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মেট্রিক টন আলু আমদানিতে খরচ হয়েছে ১৩০ থেকে ১৪০ মার্কিন ডলার। এছাড়াও আমদানি করা আলুতে শুল্ক দিতে হবে কেজিতে ৩৩ শতাংশ।এর আগে হিলি বন্দরের ২২ আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে আলু আমদানির অনুমতি পায়। ১ম ধাপে ১৫ হাজার ২০০ মেট্রিকটন আলু আমদানি হবে এ বন্দর দিয়ে।

এদিকে আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং ছোট জাতের আলু ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। আলু আমদানি হবে এমন সংবাদে মোকামগুলোতেও আলুর দাম কমেছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

মেসার্স খান ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু হাসনাত রনি বলেন, ভারত থেকে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আলুগুলো আমদানি হচ্ছে। সব খরচসহ ৩০ টাকা কেজিতে এই আলু বিক্রি সম্ভব হবে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও