দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ভুট্টা বোঝাই ট্রাকে আগুন।

নভেম্বর ১৪ ২০২৩, ০১:১৯

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ চতুর্থ দফায় বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ২য় দিনে দিনাজপুর শহরে গ্যারেজে রাখা ভুট্টা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পাশে আনন্দ সাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের সামনে এ ঘটনাটি ঘটেছে।

কোতয়ালী থানা পুলিশ জানায়, রোববার রাতে আনন্দসাগর এলাকায় রাস্তার পাশে একটি গ্যারেজের সামনে ভুট্টা বোঝাই একটি ট্রাক পার্ক করে রাখেন আনন্দসাগর মুক্তিযোদ্ধা আদর্শ গ্রামের এলাকার বাসিন্দা গুলজার হোসেন। সোমবার ভোর ৫টায় দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে কোতোয়ালী থানা পুলিশ ও দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রাকটির সামনের কেবিনের অংশ পুড়ে গেছে। ট্রাকটিতে কেউ অবস্থান না করায় হতাহত হয়নি।

দিনাজপুর সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, ভোরে একটি ভুট্টা বোঝাই করা ট্রাকে অজ্ঞাত কয়েকজন আগুন দিয়েছে। তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও