রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

নভেম্বর ১৪ ২০২৩, ২৩:৪৭

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩২ বোরের একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শনিবার (১১ নভেম্বর) রূপগঞ্জের দীঘি বরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রূপগঞ্জের চনপাড়া ৬ নং ওয়ার্ডের ক্যামেরা মানিকের ছেলে মোঃ নয়ন (২০) ও চনপাড়া ৪ নং ওয়ার্ডের মৃত মোস্তফার ছেলে মোঃ শাহজাহান (২৫)।

পুলিশ জানায়, এর মধ্যে নয়নের বিরুদ্ধে জোড়া হত্যা মামলাসহ মোট ৬ টি মামলা ও শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলার সহ পাঁচটি মামলা আছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ পরিদর্শক (এসআই) মিজান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও