দিনাজপুর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ডিসেম্বর ০৬ ২০২৩, ০০:৪২

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর টার্মিনালে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ৫ ডিসেম্বর মধ্য রাত ২টার দিকে জেলার মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্কিং করে রাখা এইচএপ্লাস পরিবহন নামের বাসটিতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দিনাজপুর কোতয়ালী থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফরিদ হোসেন বলেন, এরই মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন স্যারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও