রূপগঞ্জের দাউদপুর স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদকসহ ৫ জনকে কুপিয়ে জখম

ফেব্রুয়ারি ০৫ ২০২৪, ১৯:১৩

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামানসহ পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর ও তার অনুসারীদের দুষছেন ভুক্তভোগীরা।

রবিবার সন্ধ্যায় উপজেলার মাঝিপাড়া লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আহতদেরকে হাসপাতালে দেখতে যান।

দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান, ছাত্রলীগ নেতা আসিফ দেওয়ান, যুবলীগ নেতা রাকিবুল হাসান, ছাত্রলীগ নেতা সানি ও ছাত্রলীগ নেতা রাহাদ মোল্লা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা থেকে কালনী এলাকার বাড়িতে ফিরেছিলেন। পথিমধ্যে মাঝিপাড়া লালমাটি এলাকায় দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর ও তার অনুসারী রুবেল, বিপ্লব, ইমান আলী, খোকন, সাকিল ও মফিজুলসহ ২০-২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান, ছাত্রলীগ নেতা আসিফ দেওয়ান, যুবলীগ নেতা রাকিবুল হাসান, ছাত্রলীগ নেতা সানি, ছাত্রলীগ নেতা রাহাদ মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পূর্বাচল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতদের মধ্যে মোহাম্মদ আখতারুজ্জামান, আসিফ দেওয়ান ও রাহাদ মোল্লার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও