জাতীয় প্রেস ক্লাবের পিকনিকে রূপগঞ্জের আল রাফি হাসপাতালের মেডিকেল ক্যাম্পে প্রবীণ সাংবাদিকরা

ফেব্রুয়ারি ১০ ২০২৪, ২১:২৪

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি: জাতীয় প্রেস ক্লাবের ফ্যামিলি ডে ২০২৪ অনুষ্ঠানে আগত সাংবাদিকদের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্প করেছেন রূপগঞ্জের গোলাকান্দাইলের বেসরকারি হাসাপাতাল আল রাফি। ১০ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপি নরসিংদীর মাধবদী নওয়াপাড়ার হেরিটেজ রিসোর্টে এ ক্যাম্প পরিচালনা করেন হাসপাতালের চেয়ারম্যান কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম ও ডিএমডি রুহুল আমীন। এ সময় ক্যাম্পে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৪ জন নার্স জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার মাপা, ডায়াবেটিস সুগারমাপাসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া বলেন, গত ৩ বছর ধরেই আমাদের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে জাতীয় প্রেসক্লাবের সদস্যদের সেবা দিয়ে আসছেন। তাদের স্বাস্থ্যসেবা মানসম্মত। তাই সাংবাদিকরা তাদের এমন আয়োজনে কৃতজ্ঞ।

এ বিষয়ে হাসপাতালের চেয়ারম্যান ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহা সচীব লায়ন মীর আব্দুল আলীম বলেন, আমরা স্থানীয়ভাবে প্রতি সপ্তাহে বিভিন্নস্থানে ক্যাম্প বসিয়ে ডাক্তারগণের মাধ্যমে সাধারণ লোকজনকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। তবে জাতীয় প্রেসক্লাবের আয়োজনে শরীক হয়ে দেশের গুণি সাংবাদিকদের সেবা দেয়ার সুযোগ পেয়ে আমরাও গর্বিত। সবচেয়ে ভালো ছিলো, প্রবীণ সাংবাদিকরাও এ হাসপাতালের সেবা নিয়েছেন আস্থার সঙ্গে। আমরা উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকারাবদ্ধ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও