ফায়ার ষ্টেশনের দাবীতে রূপগঞ্জে মানববন্ধন
রূপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের বিভিন্ন স্থানে অগ্নি দূর্ঘটনায় সম্মিলিত তওবার আহবানে ও ভূলতা গাউছিয়ায় দ্রুত ফায়ার সার্ভিস ষ্টেশনের দাবীতে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জ শাখার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৬-শে মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইত্তেহাদুল ওলামার কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি ইমদাদুল্লাহ হাসেমি, সিনিয়র সহ-সভাপতি মুফতি আবুবকর সিদ্দিক, সহ- সভাপতি, মুফতি জিয়াউর রহমান আমজাদি,মুফতি ইয়ার মাহমুদ, মাওলানা তানঈম মদিনা, সাধারণ সম্পাদক মুফতি নুরুল হক ডহরী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইয়াসীন মাদানী, মাওলানা শওকত আলী, মুফতি আব্দুল্লাহ হাসান, মাওলানা আব্দুল হান্নান সিরাজী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ভুলতা গাউছিয়া এলাকায় দ্রুত ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন ও ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা প্রদান করার দাবী জানান।###