রূপগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ আহত-৫

এপ্রিল ১৭ ২০২৪, ১৭:৫৭

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাচ জন আহত হয়েছে। গতকাল ১৭ এপ্রিল বুধবার উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় (রূপসী-কাঞ্চন) বাইপাস সড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহতরা হলেন উপজেলার হাটাবো আতলাশপুর এলাকার মমিনুল হোসেন (৬০), তার ছেলে আবু রায়হান (২৮), ইমরান (২২), সোবহান (১৮) এবং পিকআপ ড্রাইভার।

এদের মধ্যে ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার অবস্থা আশংকা জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া দিকে থেকে আসা ঢাকা-থ-১১-৬৯০৪ নং সিএনজি যোগে একই পরিবারের ৪ জন এক সঙ্গে হাটাবো আতলাশপুর এলাকার দিকে রওয়ানা হয়। বানিয়াদী এলাকায় এলাইট মিলের সামনে পৌছা মাত্র কাঞ্চন দিক থেকে আসা ঢাকা মেট্রো ন-১২-৪৬৪৬ নং পিক আপ গাড়িটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজিতে থাকা চার জনই এবং পিকআপ ভ্যানের ড্রাইভারসহ পাচজন গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাদেরকে আশপাশের লোকজন উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়।####

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও