চিরিরবন্দর আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত দিনাজপুর চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ মে) অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আফতাব উজ্জামান দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক হস্তান্তর করেন।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চেয়ারম্যান পদে প্রতীক পেয়ে নির্বাচন করবেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক মুকুল (হেলিকপ্টার),চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার সাহা (দোয়াত কলম), চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী জ্যোতিষ চন্দ্র রায় (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার (ঘোড়া) ও চিরিরবন্দর উপজেলার ৮নং সাইতাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেয়ে নির্বাচন করবেন, সুমন দাস (বৈদ্যুতিক বাল্ব), মোঃ আব্দুল্লাহ আল মামুন (মাইক), মোঃ জামাল উদ্দিন মুহুরী (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেয়ে নির্বাচন করবেন, বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু (প্রজাপতি), শ্রীমতি তরুবালা রায়(কলস), মোছাঃ ওয়াজিদা খাতুন বেবী (ফুটবল) এবং শ্রীমতি পূর্ণিমা মহন্ত ছবি (পদ্মফুল)।
প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা নির্বাচনী এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ শুরু এবং ভোটারগণের নিকট নিজ নিজ প্রতীকে ভোট কামনা করছেন।
উল্লেখ, ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ ২৯ মে ২০২৪।