চিকিৎসা সেবা দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক গুলোকে সচল করা হয়েছে: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

জুন ১০ ২০২৪, ০৮:০০

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর বিরলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুঃস্থ রোগীদের অনুদানের চেক ও অস্বচ্ছল ভিক্ষুকদের চার্জার ভ্যান বিতরণ।

শনিবার (৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত উপজেলা নিবার্হী অফিসার বহ্নি শিখা আশার সভাপতিত্ব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুঃস্থ রোগীদের অনুদানের চেক ও অস্বচ্ছল ভিক্ষুকদের চার্জার ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী(এমপি)।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,আমাদের জনসংখ্যা বেশি। অনেক সীমাবদ্ধ সত্বেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক শক্তিশালী। বর্তমান সরকারের আমলে চিকিৎসা সেবা অনেক দূর এগিয়ে গেছে। গ্রাম থেকে গ্রামান্তরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক গুলোকে সচল করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান, বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর প্রমুখ।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের আওতায় ৫৮ জন দুঃস্থ রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ২৯ লাখ টাকার চেক বিতরণ ও ৪ জন ভিক্ষুকের মধ্যে চার্জার ভ্যান বিতরণ করা হয়।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও