দিনাজপুরে আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত ১

জুলাই ০৮ ২০২৪, ২১:১৪

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর বিরলে আমবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়েগাছের সঙ্গে ধাক্কায় একজন নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টার দিকে ধামইর ইউনিয়নের নিজামপুর গ্রামের (ব্রাক অফিসের সামনে) দিনাজপুর-বোচগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, জেলার সুধানগর থানার মানিকবীর গ্রামের লাল মিয়ার ছেলে তারিকুল ইসলাম তারেক(৩৫)। সে বিরল পৌর শহরের হুসনা গ্রামের সামছুল মিয়ার জামাই বলে জানা গেছে।

বিরল থানা অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মাওলা শাহ জানান, দিনাজপুরগামী আমবোঝাই একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আম গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনা স্থলেই ট্রাকে থাকা তারিকুল ইসলাম তারিক নিহত হয়। ট্র্যাকের সামনে বাম্পারে কেবিনে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। ট্রাক ড্রাইভার আহত অবস্থায় পলাতক রয়েছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে যান চলাচল স্বাভাবিক আছে।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও