চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির দেবীগঞ্জ বাজারের উত্তরে কিসমত ফতেজংপুর (কালাচাঁন) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন, কিসমত ফতেজংপুর (কালাচাঁন) এলাকার মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ রিফাত(৬)।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে শিশু রিফাত-সহ আরও এক শিশু খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।তারপর দুই শিশু মিলে পানিতে হাবুডুবু খাওয়ায় এলাকাবাসী তাদের তুলতে যায়,এক শিশুকে সময়মতো পানি থেকে তুলতে সক্ষম হলেও শিশু রিফাত পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্ব-জনরা কিছু সময় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসনাত খান শিশু রিফাতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরে শিশু রিফাতকে দাফন-কাফনের জন্য পরিবারের কাছে দেয়া হয়েছে।