বালিয়াডাঙ্গীতে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি
নূরে আলম সাদ্দাম , ঠাকুরগাঁও:ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে গণহত্যার ‘নির্দেশদাতা’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও রেলী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনব্যাপী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কার্যালয়ে কর্মসূচিতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ সহ সাংগঠনিক সম্পাদক সবুর আক্তার আলম,বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ্, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম পাড়িয়া ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বড়বাড়ি ইউনিয়নের সভাপতি জুলফিকার আলী উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক এন্তাজ আলী, তাঁতি দলের সভাপতি রাজ্জাক হোসেন শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইলিয়াস আলী,সদস্য সচিব আবু সাঈদ,যুগ্ন আহবায়ক নুরে আলম সাদ্দাম প্রমূখ।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ,বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথক পৃথকভাবে রেলী বের করেন।
এসব কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর গুলি করে গণহত্যাসহ বিভিন্ন অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দায়ীদের বিচারের দাবি করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।