রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা

আগস্ট ১৬ ২০২৪, ২২:০৮

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি:সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত পরবর্তী কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতারা। ১৬ আগষ্ট শুক্রবার বিকালে পূর্বাচলের জিয়াউর রহমান চত্ত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলম মিয়া, বিএনপি নেতা শাহ আলম বেপারী, থানা মহিলা দলের সহ সভাপতি জাহানারা বেগম, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক নকিব হোসেন খন্দকার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোমেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলম খান, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার প্রমূখ।

এ সময় নেতা কর্মীরা তাদের বক্তব্যে বলেন, সারাদেশে সব সরকারী স্থাপনা স্বৈরাচার সরকার শেখ হাসিনা ও তার বাবার নামে করে দিয়েছে। আমরা এসব নাম পরিবর্তন চাই। এ পূর্বাচল গড়তে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর অবদান রয়েছে। বেগম খালেদা জিয়ার সরকারের অবদান রয়েছে।

এ সময় সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ হওয়া শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত করেন নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও