দিনাজপুরে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদসহ ২৪ জনের নামে মামলা
এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নাম ও ৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বাদী হয়ে থানায় মামলা করেন রেলকোলনী পাড়া মহল্লার মোঃ ফজল আলীর ছেলে ছাত্র মোঃ ফয়সাল মোস্তাক। যার মামলা নং ৩০/৬০, তারিখ ১৭.০৮.২০২৪ ইং।
মামলার আসামিরা হলেন, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (৫৫), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আফসার আলী (৬১), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাউসার (৪৫), তার পিএ মোঃ আব্দুল বাশার (৩৭), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আব্দুস সবুর (৬০), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইশান ইসলাম (৩৩), কলেজ পাড়ার মোঃ শাহ জাহান (৩৫), সাবেক ছাত্রলীগ নেতা মোঃ বাপ্পী সরকার (৩২), শহিদপাড়ার মোঃ সিমন ইসলাম (৩০), ছাত্রলীগ নেতা মোঃ নাসিরুল ইসলাম নয়ন, শহিদপাড়ার মো. নিলয় ইসলাম (২২), মোঃ মেহেদী হোসেন (২২), হাজিপাড়ার মো. রিয়াদ হোসেন (২২), আটগাঁও পশ্চিমপাড়ার মো. নাঈম ইসলাম (২৪), সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শাহ নেওয়াজ সৌরভ (২৮), শহিদপাড়ার মোঃ আশরাফুল ইসলাম আকাশ, আওয়ামী লীগ নেতা মোঃ ছুটি (৬০), সেতাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মোঃ শাওন ইসলাম (২৮), ছাত্রলীগ নেতা মো. হৃত্তিক হোসেন (২৪), মোঃ সমুদ্র ইসলাম (২৮), বড়মাঠ পাড়ার মোঃ সোহেল রানা (৪০), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন (৩৯), রেলকলোনী পাড়ার মোঃ আরাফাত হোসেন জনি (২৮) ও বোচাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম লিটন (৩৮)।
মামলায় উল্লেখ করেন, ১৮ জুলাই দুপুর ১২টা ২০মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্ররা সেতাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করে। মিছিলটি সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে পৌঁছালে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলীর নির্দেশে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইট পাটকেল, লোহার রড নিয়ে মিছিলে হামলা করে মারপিটসহ ছাত্রীদের শ্লিলতাহানী ঘটায়। ছাত্র-ছাত্রীরা প্রাণ রক্ষার জন্য আত্মগোপণে থাকায় চিকিৎসা ও করাতে পারেননি।
গত শনিবার ১৬ আগস্ট সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান মোঃ আফসার আলী ৫ আগস্ট তার বাসায় হামলার অভিযোগে থানায় মামলা করতে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এ সময় ছাত্রজনতার চাপের মুখে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের করা মামলায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আফসার আলীকে গ্রেফতার করা হয়েছে।
বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক রাসেল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা চেয়ারম্যানকে ছাত্রদের মিছিলে হামলা করার মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে। বিচারক তাকে জেলহাজতে পাঠিয়েছেন। অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন।