চিরিরবন্দর উপজেলা পরিষদে নির্বাচিতদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরেও উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিতদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ,অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
রোববার(১৮ আগস্ট) সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ চত্বরে ৩ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা চেয়ারম্যান জনগণের সরকারি টাকা আত্মসাৎ করে আওয়ামী লীগের সরকারের সাজানো নির্বাচনে নির্বাচিত হয়েছেন। বিগত দিনের আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে থেকেই কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আওয়ামীলীগের পদবিধারী ইউপি চেয়ারম্যানরা বরাদ্দ লুটে পুটে খেয়েছে। তাই চিরিরবন্দরের ছাত্রজনতা একতরফাভাবে উপজেলা পরিষদের নবনির্বাচিতদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
এছাড়াও উপজেলার ইসবপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদ চত্বরগুলোতে ছাত্র জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দিয়েছে।