দিনাজপুরে ছাত্রলীগ নেতা মামলা প্রত্যাহার করায় খালাস পেলেন তারেক রহমান

আগস্ট ২৭ ২০২৪, ০৮:৩২

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে করা মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন দিনাজপুরের একটি আদালত।

রোববার দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু নঈম মোঃ হাবিবুল্লাহ।

দিনাজপুরের কোর্ট ইন্সপেক্টর একেএম লিয়াকত আলী জানান, মামলার বাদী পরাগ মামলাটি পরিচালনা করবেন না বলে প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন। বাদীর জবানবন্দি নিয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে খালাসের আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুন বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে দিনাজপুরে করা একটি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ‘গত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান দাবি করেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি রাজাকার, খুনি ও পাকবন্ধু।

তারেক রহমানের এ বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। বঙ্গবন্ধুর বিরুদ্ধে এমন বক্তব্য প্রদান, কুৎসা প্রচার ও প্রকাশের কারণে দেশের সম্মানের ক্ষতি ও ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক যে স্বাধীন দেশের অভ্যুদয় হয়েছিল, সেই দেশের একজন নাগরিক হিসেবে বাদীর সম্মানহানি হয়েছে।

দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় দিনাজপুরের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ১-এ ২০১৪ সালের ১৮ ডিসেম্বর ছাত্রলীগ নেতা পরাগ মামলাটি করেন। ওই বছরের ২৩ ডিসেম্বর সমন জারির আদেশ দেন একই আদালত।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও