রূপগঞ্জের চনপাড়ায় ছুরিকাঘাতে এক যুবক নিহত
রূপগঞ্জ প্রতিনিধ : রূপগঞ্জের চনপাড়ায় ছুরিকাঘাতে যুবক নিহতনারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. জিহাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জের চনপাড়ায় এ ঘটনা ঘটে। জিহাদ ওই এলাকার জামাল হোসেনের ছেলে।
নিহত যুবকের চাচা মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যার দিকে চনপাড়ায় আমার ভাতিজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।