চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ২
এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃদিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় আরিফ হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত এবং বাবুল হোসেন ও শরিফ হোসেন নামে অপর ২ আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের গ্রীণল্যান্ড ব্লক এন্ড টাইলস ইন্ডাষ্ট্রিজের সন্নিকটে
এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত আরিফ হোসেন (২৮) দিনাজপুর সদর উপজেলার কর্ণাই গ্রামের ডুমরতলীর বাবুল হোসেনের ছেলে এবং আহত বাবুল হোসেন (৫৪) ও শরিফ হোসেন (৩৫) একই এলাকার ইসরাইল হোসেনের ছেলে।
দশমাইল হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলোকডিহি ইউনিয়নের গ্রীণল্যান্ড ব্লক এন্ড টাইলস ইন্ডাষ্ট্রিজের সন্নিকটে দশমাইলগামী একটি অজ্ঞাতনামা বাসের সাথে ওই মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাসের ধাক্কায় মোটরসাইকেলের ৩জন আরোহী মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ও পরে রমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরিফ হোসেন মারা যান। এঘটনায় বিক্ষুদ্ধ জনতা অন্তত দেড় ঘন্টাব্যাপি দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা দূর্ভোগে পড়েন।
দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি পলাতক রয়েছে। হাইওয়ে থানা পুলিশের প্রচেষ্টায় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।