তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবীতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
রূপগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা বানোয়াট ও গায়েবী মামলা প্রত্যাহারে দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন যুবদল নেতাকর্মীরা। শনিবার (০২ নভেম্বর) বিকেলে তারাব পৌর যুবদলের উদ্যেগে যাত্রামুড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তারাবো পৌর যুবদলের সাবেক সভাপতি মাহাবুর আলম ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল কাশেম, আজাহার মীর, বাহার আলী, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, শরিফ ভূইয়া, মিরাজ মিয়া, সোহান খাঁন প্রমূখ।
এসময় সকল নেতাকর্মীদের সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কাজ করার আহবান জানানো হয়।