রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
রূপগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জের পরিত্যক্ত ঘর থেকে গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাতে উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকায় বালুর মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গার্মেন্টস শ্রমিক আলামিন ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার নজরুল ইসলামের ছেলে। সে তার স্ত্রী সন্তান নিয়ে রূপগঞ্জের বরপা পশ্চিমপাড়া এলাকায় শ্বশুর নান্নু মিয়ার বাড়ীতে থাকতো। স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরি করতো সে।
নিহতের পরিবারের রবাত দিয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, শুক্রবার দুপুরে বাড়ী থেকে বের হয় আলামিন। এরপর আর সে বাড়ী ফিরেনি। এদিকে রাত সাড়ে ৭ টার দিকে আড়িয়াবো বালুর মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরের ভিতর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় নিখোজ আলামিনের পরিবারের লোকজন এসে সনাক্ত করেন।
উদ্ধার হওয়া মরদেহের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে মৃত্যু বরণ করেছে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু বলতে পারেনি। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানান যাবে বলে ওসি জানান।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।