পূর্বাচলে গৃহবধুকে গলা কেটে হত্যা মামলায় দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

জানুয়ারি ১৩ ২০২৫, ১৬:৪৯

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে গৃহবধু রানী বেগমকে গলা কেটে হত্যা মামলায় অভিযুক্ত নিহতের দ্বিতীয় স্বামী রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভাক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত, রকি মোহাম্মদপুরের জেনেভো ক্যাম্প এলাকার ইব্রাহীমের ছেলে।

পূর্বাচল পুলিশ ক্যম্প ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গত ৬ জানুয়ারী পূর্বাচলের ৬ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অজ্ঞাত পরিচয় এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ঐদিন বিকালে পুলিশ মরদেহের হাতের আঙ্গুলের ছাপ পরীক্ষা করেন সনাক্ত করেন মরদেহটি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার কাশেমের মেয়ে রানী বেগমের। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা।

এদিকে আধুনিক প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে মোহাম্মদুপুরের জেনেভা ক্যাম্প থেকে অভিযুক্ত নিহতের দ্বিতীয় স্বামী রকিকে গ্রেপ্তার করেন পুলিশ।

গ্রেপ্তারকৃত রকিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ আরো জানান, প্রথম স্বামীর সাথে ডিভোর্সের পর ২০২০ সালে রকিকে বিয়ে করেন রানী বেগম। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়ার কারনে  ৬ মাস পর তাদের সম্পর্কের অবনতি হয়। এদিনে গত কয়েকমাস পূর্ব থেকে ফের তাদের মধ্যে ফের সম্পর্ক তৈরী হয়।

এদিকে, গত ৫ জানুয়ারী রাতে রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রকি রানীকে ঘুরতে নিয়ে আসে। মেলা থেকে ফেরার পথে ফের বিভিন্ন পারিবারিক বিষয়াদী নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির জেরে রানীকে ধারালো ছোড়া দিয়ে গলাকেটে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যায় ঘাতক স্বামী রকি।

গ্রেপ্তারকৃত, রকিকে শনিবার  আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও