বালিয়াডাঙ্গীতে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিযাডাঙ্গী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিএনপির ঈদ পুনর্মিলনী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১১জুন) এ পুনর্মিলনীর আয়োজন করেন এতে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান, আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি আইয়ুব খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আকতার সবুর, শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ, যুবদলের সভাপতি কাদের হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং ৮ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পুনর্মিলনী অনুষ্ঠানটি বালিয়াডাঙ্গী উপজেলার পাইলট স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রায় ২ হাজারের বেশি নেতা-কর্মী অংশ নেন।
দীর্ঘ প্রায় অনেক বছর পর এমন বড় পরিসরে আয়োজিত পুনর্মিলনীটি এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
বিএনপি’র সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবুর রহমান বলেন, ‘দলের প্রাণ হলো নেতা-কর্মীরা। তাদের ঐক্য ও মিলনই সংগঠনকে শক্তিশালী করে। তাই তাদের একত্র করার লক্ষ্যেই এই ঈদ পুনর্মিলনীর আয়োজন।
তিনি আরও জানান, অতীতের তুলনায় এবার আয়োজনটি অনেক বড় পরিসরে করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।বিএনপি’র সভাপতি সৈয়দ আলম বলেন বিএনপি নেতাকর্মীরা দলের জন্য প্রাণ তাদের জন্য আমরা সবসময় আছি এবং থাকবো।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতারা বলেন, দীর্ঘদিন পর এমন মিলনমেলায় অংশ নিয়ে তারা ভীষণ আনন্দিত এবং এই ধরণের উদ্যোগ দলের মধ্যে নবউদ্দীপনা সৃষ্টি করেছে।