বালিয়াডাঙ্গীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ

জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার বিকাল চারটায় বালিয়াডাঙ্গী পাইলট স্কুলের হলরুমে উপজেলা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম, সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর, সহসভাপতি আইয়ুব খান, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, পাড়িয়া ইউনিয়নের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন ইসলাম, চাড়োল ইউনিয়নের সভাপতি হাবিবুল্লা বাবু, সাধারণ সম্পাদক আব্দুল সবুর, বড়বাড়ি ইউনিয়নের সভাপতি জুলফিকার আলী জিল্লুর, সাংগঠনিক সম্পাদক সোলেমান হক, আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, তাতি দলের সভাপতি রাজ্জাক হোসেন, যুবদলের সভাপতি কাদের হোসেন, সাধারণ সম্পাদক এন্তাজ আলী, ছাত্রদলের যুগ্ন আহবায়ক নূরে আলম সাদ্দাম, পলাশবাড়ী ইউনিয়নের সভাপতি নাসিম হোসেন, দুওসুও ইউনিয়নের সভাপতি লিটন হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়া সাইবার ফোর্সের আহবায় নূরে আলম ও আটটি ইউনিয়নের বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।