ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুলাই ০২ ২০২৫, ২৩:০৬

Spread the love

নূরে আলম সাদ্দাম, জেলা প্রতিনিধিঃ বালিয়াডাঙ্গীতে তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) সকাল সারে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিলা আক্তার, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় তামাকজনিত ক্ষতিকর প্রভাব, আইনগত দিক, তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা ও বিধান, তামাকজাত পণ্যের অপব্যবহার রোধে আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী আইন প্রয়োগের কৌশল, বিজ্ঞাপন ও প্রচার-প্রসার বন্ধের পদক্ষেপ, এবং পাবলিক প্লেস ও যানবাহনে ধূমপান নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন। কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও