বালিয়াডাঙ্গীতে প্রগেসিভ একাডেমি কেয়ার “শিক্ষার আলো পাঠাগার” উদ্বোধন

অক্টোবর ২৪ ২০২৫, ০০:১০

Spread the love

জেলা প্রতিনিধিঃ বেশি বেশি বই পড়ি-আদর্শ জীবন গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলায় পোস্ট অফিসের সংলগ্ন পাঠাগার উদ্বোধন করা হয়।

২২ অক্টোবর দুপুর ১২ টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক বিএনপি’র বালিয়াডাঙ্গী উপজেলার সহ-সভাপতি তোফায়েল হোসেন।  বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার আলো পাঠাগারটির উদ্বোধন ঘোষণা করেন।

পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক জামাল উদ্দিন প্রভাষক বলেন’ “সমাজকে আলোকিত করার জন্য বই পড়ার বিকল্প নেই। এটি গতানুগতিক শুধু পাঠাগার নয়। সমাজকে এগিয়ে নেওয়ার সময়োপযোগী বহুমুখী কর্মসূচি নিয়ে কাজ করবে।”প্রগ্রেসিভ একাডেমিক কেয়ার শিক্ষার আলো পাঠাগারে সেবা সময় থাকছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একাডেমিক ক্লাস। এসএসসি প্রস্তুতি ব্যাচ, এইচএসসি প্রস্তুতি ব্যাচ, নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি ব্যাচ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি ব্যাচ, বিসিএস সহ সকল ধরনের চাকুরীর প্রস্তুতি ব্যাচ এবং শিক্ষার আলো পাঠাগারে নিরিবিলি পড়ার সুব্যবস্থা রয়েছে।

প্রধান অতিথি খোরশেদ আলম বলেন, “জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞানের বাহন বই। বইয়ের আকর পাঠাগার। বই বিমুখতা আমাদেরকে বর্বর করে তুলছে। জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতির উৎকর্ষতার জন্য আমাদেরকে অবশ্যই বই পড়তে হবে। বই না পড়ার জন্য আমাদেরকে ব্যাক্তি জীবন থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেসারত দিতে হচ্ছে। সিলেবাস বা পাঠ্য পুস্তকে সীমাবদ্ধ থাকলে চলবেনা। জ্ঞানের অসীম সমুদ্রে বিচরণ করতে হবে। আধুনিক স্মার্ট চৌকস যোগ্য বিশ্ব নাগরিক হতে হলে বইকে জীবন সঙ্গী করতে হবে।”

উক্ত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানের সম্পন্ন হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও