চিরিরবন্দরে চুরিরদায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড

অক্টোবর ৩০ ২০২৫, ২১:১৪

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি,দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দরে চুরির অপরাধে নুরু (২৫) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩০অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত ভ্রাম্যমান আদালতে দণ্ড প্রদান করেন চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এসিল্যান্ড শাহানা আফরোজ।

জানা যায় ,বৃহস্পতিবার উপজেলার বেলতলী আমতলী মোড় এলাকায় চুরির ঘটনায় স্থানীয়রা নুরুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে বিষয়টি তদন্ত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে দুই মাসের সাধারণ কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহানা আফরোজ বলেন, চুরি-ডাকাতিসহ অপরাধ দমন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও