বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত

নভেম্বর ০১ ২০২৫, ১৬:২৩

Spread the love

জেলা প্রতিনিধি, নূরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে জাতীয় সমবায় দিবস পালিত সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে।উপজেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমবায় অফিসার নাজমুল হুদা এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলার সহকারী কমিশনার ভূমি আহসান উল হক মোঃ মোমিনুল ইসলাম,সহকারী , জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,,জনাব জিতেন্দ্র নাথ রায়, পল্লী দারিদ্র বিমোচন অফিসার, জনাব মোঃজুলফিকার আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার,অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলার আমির জামাত ইসলামী , জনাব মোঃ আহসান ইসলাম।

সমবায়ীহিসেবে বক্তব্য রাখেন আইনুল হক,সভাপতি, পথিক কৃষি সমবায় সমিতি লিঃ,গীতা রানী,কোষাধ্যক্ষ দক্ষিণ কদুরানী নারী উন্নয়ন সমবায় সমিতি লিঃ,মোঃ বেলাল উদদীন,সভাপতি, গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ,মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস- চেয়ারম্যান, বালিয়াডাঙ্গী শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সমবায় সমিতির সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় অফিসার।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও