বিডি ক্লিন এর স্বেচ্ছাসেবকদের কত্তৃক “পরিচ্ছন্ন_হলো_যমুনা ফিউচার পার্ক ও তার চারপাশ”
আগমনী ডেস্কঃ”পরিচ্ছন্ন_হলো_যমুনা ফিউচার পার্ক ও তার চারপাশ”
পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন খুঁজে বেড়ায় পথে-ঘাটে।
একটি পরিচ্ছন্ন ও আদর্শ দেশ গড়তে বিডি ক্লিন কার্যক্রম ক্রমশই বিস্তরন ঘটছে।
তাই এই কার্যক্রম ক্রমশই আরো বিস্তরন করতে।
নিরলস শ্রম এবং সার্বক্ষণিক তৎপরতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তুলবেন এটাই তার অন্যতম লক্ষ্য। পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি যত্রতত্র ময়লা ফেলা বন্ধ এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার সুঅভ্যেস গড়ে তুলতে দেশর মানুষকে ও সচেতন করতেছে।
আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে ঝাড়ু-বেলচা হাতে নেমে পরেছে সচেতনতা বার্তা ছড়াতে। পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্নকে সফল করতে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে অর্থাৎ শুক্রবারে শহরের নোংরা জায়গা নিজ হাতে পরিস্কার করে সকলের মাঝে সচেতনতা বার্তা ছড়িয়ে দিচ্ছে।-মাফিয়া আক্তার