সন্ত্রাস,জঙ্গিবাদ দমনে পুলিশকে দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবেঃপ্রধানমন্ত্রী

জানুয়ারি ০৩ ২০২১, ১৬:১২

Spread the love

আগমনী ডেস্কঃ সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং সামাজিক অপরাধ দমনে পুলিশকে আরও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহীর পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনীতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় পেশাদারিত্ব, সততা ও নৈতিক মূল্যবোধ নিয়ে জনগণের ভালোবাসা অর্জনে কাজ করতে নবীন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নবীন কর্মকর্তাদের ২০৪১ এর সেনাপতি উল্লেখ করে দেশের কল্যাণে পেশাগত দায়িত্ব পালন করতে বলেন প্রধানমন্ত্রী।

অপরাধের নতুন নতুন ধরনের সঙ্গে খাপ খাওয়াতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন সরকার প্রধান।

বিভাগ ও জেলায় পুলিশ হাসপাতালগুলোর উন্নয়নের পাশাপাশি পুলিশের মেডিকেল ইউনিট গঠনের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আয়োজনে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও