সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছে দশম শ্রেণির ছাত্রী শামস তাহিয়াত মৌনতা

মার্চ ০২ ২০২১, ১৫:২৪

Spread the love

আনোয়ার হোসেন রনি, খুলশী প্রতিনিধি, চট্রগ্রামঃ ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন স্কুল ছাত্রী শামস তাহিয়াত মৌনতা (১৬) রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রাইভেট পড়ে উপজেলার ভাটিয়ারীতে এ দুর্ঘটনা ঘটে। পরে নগরীর একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় দুপুর পৌনে ১২ টায় তার মৃত্য হয়।

মৌনতা বাংলাদেশ মিলিটারী একাডেমী (বিএমএ) স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে বাঁশবাড়িয়া সন্দ্বীপ ফেরী ঘাটের ম্যানেজার সেলিম উল্লা ও সোনাইছড়িস্হ রাজা কাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তারের মেয়ে। জানা যায়, কিশোরী মৌণতা প্রাইভেট পড়ে কাসেম জুট মিলসস্হ ওয়ান ব্যাংক এলাকায় নিজ বাসায় যাওয়ার জন্য একটি গাড়িতে উঠার সময় পিছন দিক থেকে একটি মিনি বাস (১৭ নং গাড়ী) তাকে ধাক্কা দিলে মারাত্নক আহত হয়। এ সময় স্হানীয়রা তাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। পরে সেখানে তার মৃত্য হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও