ইটভাটা চালু রাখার দাবিতে রাঙ্গুনিয়ায় শ্রমিকদের ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

মার্চ ০৩ ২০২১, ২৩:১০

Spread the love

আনোয়ার হোসেন রনি, খুলশী প্রতিনিধি, চট্রগ্রাম: হাই কোটের আদেশে ইট ভাটা বন্ধের খবরে ইটভাটা চালু রাখার দাবিতে চট্রগ্রামেরর রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে ইটভাটা শ্রমিকরা। মঙ্গলবার
(২মার্চ) সকালে রাঙ্গনিয়া ইটভাটা মালিক ও শ্রমিকদের ব্যানারে চট্রগ্রাম -রাঙ্গামাটি সড়কের ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় কর্মসূচি অনুষ্টিত হয়। সড়কের দুই পাশে দীর্ঘ ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নিয়েছেন অন্তত ১০ সহস্রাধিক শ্রমিক। এই সময় তাদের হাতে ছিল ইট ভাটা চালু রাখার দাবিতে প্রধানমন্ত্রঅর দৃষ্টি আকর্ষণ করে নানা স্লোগান।সম্বলিত ব্যানার ফেস্টন। সকাল ১০ টা থেকে শুরু হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি চলে দুপুর ১২ টা পর্যন্ত। এ সময় চট্রগ্রাম-রাঙ্গামাটি সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, রাঙ্গনিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধরী মিল্টন,সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধরী, ইটভাটা মালিক সিরাজ উদ্দিন চৌধূরী,জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, সাদেক নূর চৌধুরী টিপু, ইউসুফ চৌধুরী, ইউসুফ মাতব্বর, সেকান্দর হোসেন চৌধুরী, মঞ্জুর মিয়া, মো: ইউনুছ কোম্পানি, মো: ইলিয়াছ কোম্পানি, আয়াতুল ইসলাম,আজাদ কোম্পানি, হাছান তালুকদার,ইটভাটার শ্রমিক মো: আজাদ, মো: সিরাজ প্রমুখ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও