হাটহাজারী রেঞ্জের শোভনছড়ি বনে লোকালয় থেকে উদ্ধাে হলো বিরল প্রজাতির মেছোবাঘ

মে ১২ ২০২১, ১৫:১১

Spread the love

চট্টগ্রামের হাটহাজারী রেঞ্জের শোভনছড়ি বনে লোকালয় থেকে উদ্ধাে হলো বিরল প্রজাতির মেছোবাঘ
মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : গত সোমবার (১০ মে) গভীর রাতে শোভনছড়ি বনবিট কর্মকর্তা মো: রাফি উদ-দৌলা মেছোবাঘটি উদ্ধার করে বনে অবমুক্ত করেন।

রাফি উদ-দৌলা জানান, শোভনছড়ি বনাঞ্চল সংলগ্ন এলাকায় একটি মেছোবাঘটি আটক করে।খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী নির্দেশনায় মেছোবাঘটি রাতে সাড়ে ১১ টার উদ্ধার করা হয় পরে গভীর রাতেই স্হানীয় ইউপি চেয়ারম্যার ইউপি সদস্য ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্হিততে জঙ্গল শোভনছড়ি মৌজার সংরক্ষিত বনাঞ্চলে মেছোবাঘটি ছেড়ে দেওয়া হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও