উত্তরবঙ্গের বৃহত্তম লিচুর বাজারের উদ্বোধন হলো দিনাজপুরে  

মে ২২ ২০২১, ২০:০৫

Spread the love

এনামুল মবিন(সবুজঃ জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দেশের উত্তরবঙ্গের দিনাজপুর জেলাটি লিচুর জন্যে দেশব্যাপী পরিচিত । দিনাজপুর জেলার ১৩ উপজেলাতেই লিচুর চাষ হয়। লিচুর সিজনে প্রতিটি লিচুর গাছে শোভা পায় থোকায় থোকায় লিচু। এখন সারা দেশে কম বেশি লিচু চাষ হলেও দিনাজপুরের লিচুর কদর আলাদা। দিনাজপুরের লিচুর মধ্যে চায়না থ্রি, বেদেনা, বোম্বাই ও মাদ্রাজি, কাঁঠালী উল্লেখয্যেগ্য।

এ বছর লিচুর উতপাদন একটু কম হলেও আজ দিনাজপুরে উদ্বোধন অনুষ্ঠিত হলো দেশের বৃহত্তম লিচুর বাজার ।

আজ শনিবার(২২ মে) সকাল ১১টার দিকে দিনাজপুর শহরের গোর এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে দেশের উত্তরবঙ্গের দিনাজপুরের বৃহত্তম লিচুর বাজারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ খালেদ মোহাম্মদ (জাকী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের উত্তরবঙ্গের দিনাজপুরের বৃহত্তম লিচুর বাজারের উদ্বোধন করেন।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক প্রদীপ কুমার (গুহ), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, চেম্বারের সভাপতি সুজা উর রব চৌধুরী। এছাড়াও ফল ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. রুস্তম আলী, সাধারণ সম্পাদক রাজিউর রহমান (বিপ্লব) বিভিন্ন মিডিয়া সংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আরো অনেকে ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ খালেদ মোহাম্মদ(জাকী) বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দিনাজপুরের এই লিচু সারাদেশে বিপণের জন্য লিচুর বাজারের উদ্বোধন করা হলো। জনস্বাস্থ্যবিধি মেনে কৃষক ও ব্যবসায়ীরা যেন দিনাজপুরের লিচু পৌঁছে দিতে পারে দেশের প্রতিটি প্রান্তে । আমরা এই লক্ষ্যই কাজ করছি ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও