শীর্ষস্হানীয় সুন্নী আলেমদের সাথে সভা করেছেন আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: দেশের শীর্ষ স্হানীয় সুন্নী আলেমদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি ৩/ এ দলীয় সভানেত্রীর কার্যালয়ে সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা। এসময় উপস্হিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক (সিনিয়র) সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য মো: এরশাদুর রহমান চৌধুরী, এশিয়া মহাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্টান, চট্টগ্রাম ষোল শহর জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ড: লিয়াকত আলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পটিয়া শাহ চাঁন্দা আউলিয়া কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস আল্লামা শহিদুল হক হোসাইনি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রখ্যাত ধর্মীয় বক্তাকারী আল্লামা ওয়াহিদুর রহমান চৌধুরী এবং আরিফুর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম সানা, আব্দুল মোমেন সিরাজী, এম রাশেদ সুলতান, ব্যারিস্টার জাহিদ প্রমুখ।