রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর বর্ণিল শুভ উদ্বোধন

এনামুল মবিন সবুজ,জেলা প্রতিনিধি, দিনাজপুরঃদিনাজপুর জেলার পুলিশ লাইনস্ মাঠে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।
আজ শনিবার ( ১৯ জুন) জেলা পুলিশ দিনাজপুরের আয়োজনে জেলা পুলিশ দিনাজপুর বনাম জেলা পুলিশ গাইবান্ধা এর মধ্যকার উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) বলেন,জাঁকজমকপূর্ণ রংপুর রেঞ্জ আন্তঃ জেলা ফুটবল টুর্ণামেন্টে জেলা পুলিশের সর্বমোট ০৯ টি দল অংশগ্রহণ করবেন । খেলাধুলার মাধ্যমেই একটি জাতি সুস্থ -সবল ভাবে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে প্রতিটি পুলিশ সদস্যকে নিজেদের শারীরিক সুস্থতা ও মনোবল বৃদ্ধির জন্য খেলাধুলা করা উচিত।
এক্ষেত্রে পুলিশ সুপার সব সময় খেলোয়ারদের পাশে থেকে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত দেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল,) সুজন সরকার ও গাইবান্ধা ফুটবল টিমের নেতৃত্বে প্রদানকারী অতিরিক্ত পুলিশ সুপার (গাইবান্ধা জেলা)
মোঃ ইলিয়াস জিকু এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ।