মুক্তাগাছায় ভূমিহীন পরিবারকে ঘর দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ

জুন ২১ ২০২১, ১৭:২৮

Spread the love

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছা উপজেলার ৬নং মানকোন ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্যরের বিরুদ্ধে সরকারিভাবে বিনামূল্যে ঘর দেওয়ার কথা বলে ৪৬ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কাশিপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী কাজলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ১৩/০৬/২১ ইং তারিখ একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানাযায়, ১নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম দুই বছর পূর্বে কাশিপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী কাজলী বেগম কে সরকারিভাবে বিনামূল্যে একটি পাকা ঘর তার নামে মঞ্জুরী করে দিবে বলে ৪৬ হাজার টাকা নেয় কিন্তু দুই বছর পার হলেও ভুক্তভোগী কাজলী বেগম ঘর পায়নি। বারবার তার কাছে টাকা ফেরত চাইলে টাকা দিতে টালবাহানা করতে থাকে। অবশেষে, কাজলী বেগম উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেছেন। এ ব্যাপারে ইউপি মেম্বার শফিকুল ইসলামকে মুঠোফোনে কথা বললে তিনি টাকার বিষয়টি অস্বীকার করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও