দিনাজপুরে নরসুন্দরদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (খাদ্য সহায়তা) বিতরণ

জুলাই ১০ ২০২১, ২১:৪০

Spread the love

এনামুল মবিন(সবুজ,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরে করোনা অতিমারী চলাকালীন ক্ষতিগ্রস্ত নরসুন্দরদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার (খাদ্য সহায়তা ) উপহার বিতরন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার(১০ জুলাই) দিনাজপুর শিশু একাডেমীরং মাঠের মধ্যে করোনা ভাইরাস পরিস্থিতিতে চলমান লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়ায় নরসুন্দরদের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (খাদ্য সহায়তা) উপহার বিতরন করা হয়েছে।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মর্তুজা আল মুঈদ, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি) বলেন, মহামারি থেকে উত্তরণ ও জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐকবদ্ধ ভাবে মহামারী করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারকে সহযোগিতা করার আহবান জানান। করোনা ভাইরাসের হাত থেকে নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের মুক্তি দিতে। ঘড়ে থাকুন সুস্থ থাকুন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও