ফ্যাটিলিভার সহ অনেক রোগের উপশমে কার্যকর তেঁতুল

আগস্ট ১৮ ২০২১, ১৯:১৯

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ আজকালের দিনে অনেকেই ফ্যাটি লিভারে ভুগছেন। লিভারে চর্বি জমলে এই সমস্যার সৃষ্টি হয়। অনেক ওষুধ খেলেও এই সমস্যার সমাধান দমিয়ে রাখা কঠিন হয়ে যায়। প্রাকৃতিক ভাবে যে লিভার পরিষ্কার করা সম্ভব তা হয়তো অনেকেই জানে না।

যেকোন ধরনের লিভারের সমস্যা মোকাবেলায় তেঁতুল অনেক উপকারী। তেঁতুল শরীর থেকে ক্ষতিকর সব পদার্থ বের করে দেয়। সেই সঙ্গে হজম প্রক্রিয়াও বৃদ্ধি করে। তেঁতুল লিভার সুরক্ষায় বেশ কার্যকর। কোলেস্টেরল কে ধ্বংস করে সুস্বাস্থ্য নিশ্চিত করে তেঁতুল।

২ মুঠো খোসা ছাড়ানো পাকা তেঁতুল এর সাথে ১ লিটার পানি ও মধু। একটি ব্লেন্ডারে তেঁতুল ও পানি মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এরপর মিশ্রণটি ছেঁকে নিয়ে সাথে সামান্য মধু মিশিয়ে পান করুন। এই পানীয়টি সারাদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই পানীয়টি পান করতে হবে।

আপনি এই তেঁতুল পানিটি প্রতিদিন কেনো পান করবেন?

১. তেঁতুলে থাকা ল্যাক্সেটিভ উপাদান কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে বেশ কার্যকর।

২. এই পানীয় শরীরের ক্ষতিকর টক্সিন বের করতে সক্ষম।

এজন্য লিভারে জমা ফ্যাট গলে যায়। এতে করে আপনার লিভারের বয়স ২০ বছরের মতোই তরুণ থাকবে।

৩. কোলন ক্যান্সারের সমস্যায় অনেকই ভুগে থাকেন। জানেন কি?

তেঁতুলের এই পানীয় আপনার কোলনকে পরিষ্কার রাখতে সাহায্য করবে।

৪. উচ্চ মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে তেঁতুলে। এটি আপনার ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।

৫. হৃদরোগের যাবতীয় সমস্যার সমাধান করবে তেঁতুলের এই পানীয়। কারণ এতে থাকা উপকারী উপাদানসমূহ খারাপ কোলেস্টেরলকে শরীর থেকে ধ্বংস করে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও