খুলনা তেরখাদা উপজেলায় ৫ টিতে নৌকা ১ টিতে বিদ্রোহী প্রার্থীর বিজয়

নভেম্বর ২৯ ২০২১, ০৮:৪১

Spread the love

সাগর কুমার বাড়ই , তেরখাদা , খুলনা প্রতিনিধিঃ গত ২৮ শে নভেম্বর ~২০২১ রবিবার বৃহত্তর খুলনা জেলার তেরখাদা উপজেলায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সারা দিন বিরতি হীন ভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে ভাট গ্রহণ চলে।

তেরখাদা উপজেলায় ৬ টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে ৫ জন প্রার্থী ও ১ জন বিদ্রোহী প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হন।

তেরখাদা উপজেলায় ৬ টি ইউনিয়ন পরিষদে মোট চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী , সদস্য পদে ২২৭ জন ও সংরক্ষিত আসনে ৭৭ জন প্রার্থীর মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় ।

উপজেলার ৬ টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিজয়ী চেয়ারম্যান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দলীয় প্রতীক ও প্রাপ্ত ভোটের তালিকা

১ নং আজগড়া ইউনিয়ন পরিষদ
১) কৃষ্ণ মেনন রায় = নৌকা
প্রাপ্ত ভোট ৩৭৮০ ভোট

নিকটতম প্রতিদ্বন্দ্বী
২) বাদশা মল্লিক (বিদ্রোহী প্রার্থী ) = ঘোড়া প্রতীক
প্রাপ্ত ভোট ২৭৫৭ ভোট

২ নং বারাসাত ইউনিয়ন

১) কে এম আলমগীর হোসেন = নৌকা , প্রাপ্ত ভোট = ৩৪৯০

নিকটতম প্রতিদ্বন্দ্বী
২) মোল্লা মোঃ ইখতিয়ার উদ্দীন ( বিদ্রোহী প্রার্থী ) ঘোড়া প্রতীক
প্রাপ্ত ভোট = ৩১৯০

৩ নং ছাগলাদহ ইউনিয়ন

১)এস এম দীন ইসলাম ( বিদ্রোহী প্রার্থী ) ,প্রতীক আনারস
প্রাপ্ত ভোট = ৬১৫২

নিকটতম প্রতিদ্বন্দ্বী
২) আব্দুর শুকুর = নৌকা প্রতীক
প্রাপ্ত ভোট = ৩১৮২

৪ নং সাচিয়াদহ ইউনিয়ন

১) মোঃ বুলবুল আহমেদ = নৌকা প্রতীক
প্রাপ্ত ভোট = ৪২৩৫

নিকটতম প্রতিদ্বন্দ্বী
২) এ বি এম আলমগীর শিকদার ( বিদ্রোহী প্রার্থী ) চশমা প্রতীক
প্রাপ্ত ভোট = ৩২৭৫

৫ নং তেরখাদা ইউনিয়ন

১) এস এম ওহিদুজ্জামান অহিদ = নৌকা প্রতীক
প্রাপ্ত ভোট = ৫১৯৭

নিকটতম প্রতিদ্বন্দ্বী
২) শেখ জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র প্রার্থী ) আনারস প্রতীক
প্রাপ্ত ভোট = ৩৭৮৫

৬ নং মধুপুর ইউনিয়ন

১) শেখ মোঃ মহাসিন = নৌকা প্রতীক
প্রাপ্ত ভোট = ৬২৮১

নিকটতম প্রতিদ্বন্দ্বী
২) কাজী কামাল হোসেন ( বিদ্রোহী প্রার্থী ) = আনারস প্রতীক
প্রাপ্ত ভোট = ৫৪৪০
তেরখাদা উপজেলার গণমানুষের প্রত্যাশিত স্বপ্ন কে বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার তেরখাদা উপজেলায় আইন-শৃঙ্খলার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে নজিরবিহীন রোলমডেল সৃষ্টি করেন ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও