বাগেরহাট রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি যাওয়া তামার তারসহ আটক ৪

জুন ১৯ ২০২২, ২২:৩৩

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব,ব্যুরো প্রধান খুলনাঃ বাগেরহাটের নির্মাণাধীন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ তামার তারসহ চার চোরকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম হতে বিপুল পরিমাণ বৈদ্যুতিক কপার ক্যাবল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ এ চোর চক্রের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার কালেখার বেড় গ্রামের মৃত আব্দুর রশিদ শেখের ছেলে মোঃ ডালিম শেখ (৩৮), বড় দূর্গাপুর গ্রামের নবুল্লাহ শেখের ছেলে মোঃ রাসেল শেখ (২৩), কাষ্টোবাড়িয়া গ্রামের সালাম শেখের ছেলে মোঃ ফাহিম শেখ (২২) ও বাগেরহাটের কচুয়া এলাকার ওদোনখালী গ্রামের ফিরোজ মাঝির ছেলে মনিরুল মাঝি (২২)।

র‌্যাব-০৬ জানায়, এ চুরির ঘটনায় খুলনা র‌্যাব-৬ এর কাছে একটি অভিযোগ দেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা। সেই অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদস্যরা চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন।

এতে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই চোরাইকৃত তামার তারসহ চোরেরা খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বরণপাড়া ফেরীঘাট এলাকাতেই অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে বটিয়াঘাটা থানাধীন বরণপাড়া ফেরীঘাট অভিযান চালান তারা। এ সময় ওই এলাকা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া ১শ ৪০ কেজি বৈদ্যুতিক কপার ক্যাবলসহ চার চোরকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ প্রবীর বেরা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও