সমন্বিত অর্থনৈতিক ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনার চিন্তা করেছিলেন বঙ্গবন্ধু-মনোরঞ্জন শীল 

নভেম্বর ০৫ ২০২২, ২০:০৪

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ”বঙ্গবন্ধু’র দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদে দিনাজপুর বীরগঞ্জে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল(এমপি)।

মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সমন্বিত অর্থনৈতিক ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনার চিন্তা করেছিলেন বঙ্গবন্ধুর। বঙ্গবন্ধুর চিন্তায় পশ্চাৎপদ সকল জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি না হলে স্বাধীনতার স্বাদ উপলব্ধি করা যাবে না। সেই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনার লক্ষ্য প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ।

এর আগে জাতীয় সঙ্গীতের তালে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন এবং এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও