খুলনার তেরখাদায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নভেম্বর ২২ ২০২২, ১৭:০৯

Spread the love

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি :২১ শে নভেম্বর ~ ২০২২ সোমবার খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলায় সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ( সেলপ ) ব্র্যাকের সহযোগিতায় উপজেলা পরিষদের হলরুমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তেরখাদা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি।

বিশেষ অতিথি ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন ।

সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক , তেরখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান , মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ মহসিন , সাচিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ , সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের , উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম , তেরখাদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তেরখাদা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ( জা সা স ) পুর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহ – সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা , প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মোঃ জাকির হোসেন , ব্রাকের প্রতিনিধি মোঃ হারুনুর রশিদ এবং লিপি বিশ্বাস , সহকারী শিক্ষক সম্পা সাহা , ইউপি মেম্বার নাসিমা কবির ।

সভায় উপজেলা থেকে বাল্যবিবাহ দূর করে তেরখাদাকে একটি বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে রূপান্তরিত করতে ব্যাপক আলোচনা করা হয় ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও