ঠাকুরগাঁওয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক কলেজছাত্রীকে মারধর

জুলাই ১৬ ২০২৪, ০০:০৩

Spread the love

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে মারধর
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ১৪জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা চৌরঙ্গী বাজার থেকে পরীক্ষা দিতে যাওয়ার সময় আনুমানিক ১২:৩০ মিনিটে বাজারের পশ্চিম পাশে পাকা রাস্তায় অটোর জন্য দাঁড়িয়ে থাকার পথে এক ‘বখাটে’ ইভটিজিং করছিল জয়া নামে এক কলেজ ছাত্রীকে (১৭)। প্রতিবাদ করায় তাকে টানাহেচরা শুরু করে এবং লাঞ্ছিত করার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে চিল্লাচিল্লি শুরু করলে বাজারের মানুষ দৌড়ে আসলে বোকাটের হাতে ক্রিকেট বল থাকায় কলেজ ছাত্রী বুকে ছুরে মারে। বল বুকে বাড়ি লাগায় দুই মিনিট ধরে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন পাশে থাকার লোকজন কোন মতন ভাবে সুস্থ করে অটোতে করে পরীক্ষা দিতে পাঠায়।

রবিবার দুপুর আনুমানিক ১২,৩০ মিনিট এর সময় চৌরঙ্গী বাজারে এই ঘটনা ঘটে। ওই বখাটে হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও কোয়াটল গ্রামের তৈয়বের ছেলে নুরজামাল (২২), ইভটিজিং এর শিকার কলেজ ছাত্রী জয়ার কাছে জানতে চাইলে বলেন নুর জামাল নামে ছেলেটা আমাকে তিন মাস ধরে উত্তপ্ত করতেছে কলেজ থেকে বাড়ি আসলে আমাকে বিরক্ত করে আমার ওড়না ধরে টান দেয়। আজকে আমাকে টানা হ্যাচরে করে এবং ক্রিকেট বল দিয়ে আমার বুকে ঝাঁটা মারে। সুস্থ হয়ে অটোতে চড়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় আবার মোটরসাইকেল নিয়ে পিছু নিয়ে আমাকে বলে যদি তোর বাবা মাকে জানাস এবং থানা পুলিশ করিস তাহলে মুখে এসিড মারে ঝলসে দেবো। বাসায় এসে এগুলো বিষয় আমার বাবা মাকে জানাই।কলেজ ছাত্রীর পিতা জয়নালের কাছে জানতে চাইলে ওনি বলেন আগে থেকে আমার মেয়েটাকে ডিস্টার্ব করত আমরা ছেলেটির বাবা-মাকে বলি তারপরও এলাকার গণ্যমান লোকের দ্বারা বলিয়েছি ছেলেটি তাও কথা শুনে নি। আজ পরে কোন উপায় নাই পেয়ে থানায় গিয়ে অভিযোগ করি। ঘটনার পর কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রী যে কলেজে পড়েন ঐ কলেজটির প্রিন্সিপাল মজিবর রহমান জানান, প্রায়ই ওই ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করতো নুরজামাল আজ প্রতিবাদ করায় ওই ছাত্রীকে মারধর করেছে ।এবং ক্রিকেট বল দিয়ে বুকে ঝাঁটা মেরেছে ঘটনা স্থলের এলাকাবাসী জানান এই ছাত্রীকে উত্ত্যক্ত করতে করতে যখন বিরক্ত হয়ে যায় তখন প্রতিবাদ করে প্রতিবাদ করাতে তাকে টানা হেচড়া করে কিল ঘুসি মেরে শক্ত একটা ক্রিকেটের বল দিয়ে বুকে বাড়ি মারে এতে মেয়েটি দম বন্ধ হয়ে ২ মিনিটের মত রাস্তায়
পড়ে থাকে আমরা কিছু মাথায় পানি দিয়ে সুস্থ করে পরীক্ষা দেওয়ার জন্য অটোতে উঠিয়ে দেয়।

এই ঘটনায় বালিয়াডাঙ্গী থানার তদন্ত ওসি দিবাকর রায় এর কাছে জানতে চাইলে উনি বলেন অভিযোগ পেয়েছি আমাদের কাছে ইভটিজিং এর কোন ছাড় নেই আমরা এটার ব্যবস্থা গ্রহণ করব

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও