মুলাদী মৎস অধিদফতরের জাহাঙ্গিরের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

এপ্রিল ০৫ ২০১৮, ২২:১৪

Spread the love

বরিশাল অফিস: বরিশাল জেলার মুলাদী উপজেলা মৎস অফিসের অফিস সহকারী  জাহাঙ্গীরের নামে একাধিক  অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ও মৎস অফিসার অপু সাহার যোগসাজস্যে নদীতে অভিযানের নামে চাঁদা তুলেন জাহাঙ্গীর।জানা যায় জাহাঙ্গীর কাল জয়েন্তী নদীর বোয়ালিয়া থেকে জেলে ছাইদুল  হোসেনের কাছে চাঁদার টাকা চেয়ে ছিলেন। তিনি টাকা না দিতে পারায় তার জাল ধরে নিয়ে এসেছেন তিনি। আর যারা টাকা দিয়েছে তাদের জাল ছেরে দিয়েছেন তিনি। জানা যায় জাহাঙ্গীর দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন জেলেদের কাছ থেকে মাসওয়ারা নিয়ে আসছেন। যারা মাসওয়ারা দেয়নি তাদের জাল ধরে নিয়ে আসেন।এদিকে মজনু বেপারী নামে এক জেলে অভিযোগ করে বলেন, জেলে মালেক মোল্লার মাধ্যমে তিনি আমাদের কাছ থেকে টাকা আদান প্রধান করে, কাল আমরা টাকা দিতে পারিনি তাই আজ মালেক মোল্লাকে নিয়ে জাহাগঙ্গীর ৫০ হাজার মিটার জাল নিয়ে যান। বেশ কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি জেলেদের বৈঠা আটকে টাকা নিয়ে ছেরে দেয়।জাল জব্দ করে রাতেই তা অন্য জেলেদের কাছে বিক্রি করে। আটককৃত মাছের একাংস ট্রলার চালকদিয়ে বিক্রি করে ফেলে। একজন অফিস পিওনের এমন ক্ষমতার উৎস কি? স্থানিয়দের দাবি তার ক্ষমতা আসে মৎস অফিসার  অপুসাহার কাছ থেকে।এ বিষয়ে মুলাদী মৎস অধিদফতরের কর্মকর্তা অপু সাহা মুঠোফোনে জানান,এ ব্যাপারে আমি কিছু জানিনা।আপনার মাধ্যমে বিষয়টা জানতে পেরেছি,এ ব্যাপারে তদন্ত করে বিস্তারিত জানাতে পারবো।খুব শিগ্রই আরো বিস্তারিত নিয়ে আসছি ২য় পর্বে ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও