শায়েস্তাবাদে হামলার শিকার হয়েও দোষীর কাঠগড়ায়,থানায় মিথ্যা অভিযোগ দায়ের

এপ্রিল ০৭ ২০১৮, ১৬:৪৩

Spread the love

বরিশাল: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে হামলাকারীর হামলার শিকার হয়েও দোষীর কাঠগড়ায়,থানায় মিথ্যা অভিযোগ দায়েররের ঘটনা ঘটেছে।শায়েস্তাবাদের পূর্ব চর-আইচা গ্রামে্ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ভোর রাতে  প্রতিপক্ষের হামলায় আহত হন দুইজন।স্থানীয় সূত্রে জানা যায়,স্থানীয় বাসিন্দা খোকন খার ট্রলারে কাজ করতেন পাশের বাড়ির মাসুম নামে একজন।মঙ্গলবার ভোর রাতে মাসুম কাজে  দেড়ি করে যাওয়ায়,তাদের মধ্যে একই ট্রলারে কাজ করে মোসলেম মাসুমকে গালাগালি করার একপর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে।মাসুম সাথে সাথে তার বাড়িতে গিয়ে বাবুল,খলিল,নুর-আলম,সুমন,মোহন ও মানিক কে নিয়ে ট্রলারের মালিক খোকনের বাড়িতে এসে হামলা চালায়। এসময় মাসুমসহ তার দলবল নিয়ে খোকনকে বেধরক মারধোর করে এবং খোকনবের মা তা বাধা দিতে আসলে তাকেও পিটিয়ে হাত ভে্ঙ্গে ফেলেন হামলাকারীরা।এ বিষয়ে আহত খোকন জানায়,আমি মাসুমকে মারিনাই,মাসুমকে মেরেছে তারি এক আত্মীয় মোসলেম।তবে তারা হটাৎ তাদের দলবল নিয়ে আমার উপর হামলা চালায়।আমার মা বাধা দিতে আসলে তাকেও ছার দেইনি তারা।তাকেও মারধোর করে হাত ভেঙ্গে ফেলেন মাসুম অনুসারীরা।আমাকে মারধোরের একপর্যায়ে আমার পকেটে থাকা ৩৪ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান তারা।এতকিছু ঘটনার পরেও বরিশাল কাউনিয়া থানায় মিথ্যা অভিযোগ করেন আমাদের উপর।থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে বাবুল বাহীনি।এ বিষয়ে বাবুলের কাছে জানতে তাদের বাড়িতে গেলে কেউকে পাওয়া যায়নি।স্থানীয় সালিশ বাদল চৌকিদার বলেন,খোকনের কোন দোষ না থাকলেও তাকে এবং তার মাকে মারধোর করে বাবুল ও মাসুমেরা।উভয়ের মিমাংসার জন্য আমি বাবুলের কাছে গেলে তারা মিমাংসা করতে রাজি হননি।বরং খোকনের বিরুদ্ধে কাউনিয়া থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন বাবুল মাসুম।এ বিষয়ে কাউনিয়া থানায় অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই জসিম হোসেন জানায়,থানায় উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছেন।খোকনের অভিযোগের তদন্তে রয়েছেন এএসআই সাইফুল আর বাবুলের অভিযোগের তদন্তে আমাকে দেয়া হয়েছে।অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে জানতে পারি,মোসলেম মাসুমকে মারধোর করেন।মাসুম এখন হাসপাতালে ভর্তি আছেন।কিন্তু খোকন এই হামলার সাথে না থাকলেও খোকনকে মারধোর করেন বাবুল মাসুম।মাসুম সুস্থ হয়ে ফিরে আসলে উভয়ের সম্মতিক্রমে বিষয়টি নিষ্পত্তি করা যাবে বলে আশা করছি।তবে অভিযোগ দায়ের করায় আমরা তদন্তে গেছিলাম।কেউকে হয়রানি বা ধরার জন্য যাইনি।

 

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও