বরিশালে মাদক সেবন করে বেপরোয়া অটো চালক- মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরছে শিশু

মে ০৭ ২০১৮, ২২:৩১

Spread the love

বরিশাল: বরিশাল নগরীতে মাদক সেবন করে অটো চালক বেপরোয়া গাড়ির  চাপায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরছে শিশু। ঘটনাটি নগরীর বেলতালা এলাকায় সন্ধ্যায় ঘটে।এতে ৪ বছরের এক শিশু গুরুতর আহত হয়।তখনি অটোচালকে আটক করে স্থানিয় জনতা।কাউনিয়া থানায় ফোন দিলে ডিউটিরত পুলিশ এসে অটো ও অটো চালককে থানায় নিয়ে যায়।তখন কাউনিয়া থানার এস আই সাইফুল ও এস আই মাহাবুব উপস্থিত ছিলেন।প্রতক্ষ দর্শিরা জানান অটো চালককে আটক করার পর তার অবস্থা দেখে মনে হচ্ছিলো সে মাদক সেবন করা অবস্থায় গাড়ি চালাচ্ছিল।তার বয়স আনুমানিক ১৬-১৭ হবে।মাদক সেবন ও অপ্রাপ্ত বয়স্ক বিদায় এমন ঘটনা ঘটেছে বলে স্থানিয়দের দাবি।আটক কৃত অটোর নম্বর ” ১০৩০ “। শিশুটির অভিবাবকরা জানায়, তার অবস্থা গুরুতর।২ পা ভেঙ্গেছে। বুকে ও মাথায় প্রচন্ড আঘাত লেগেছে।এই প্রতিবেদন করা পর্যন্ত শিশুটির জ্ঞান ফিরেনি বলে জানান তার ভাই।এদিকে এস আই সাইফুল মুঠোফোনে জানান যে শিশুটি আহত হয়েছে তার পক্ষ থেকে কেউ না আসলে আমরা কোনো ব্যবস্থা নিতে পারছি না।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও