চরবাড়িয়া চরআবদানী এলাকায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ

মে ২২ ২০১৮, ২১:৩৯

Spread the love

বরিশাল: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরাবদানি এলাকায় রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্য চরাবদানির রাস্তার কাজের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু। ১২ লক্ষ টাকার রাস্তার কাজটি পেয়েছেন ফরহাদ নামের এক ঠিকাদার।কাজটি পেয়েই ঠিকাদার ফরাদ রাস্তার কাজ নিয়ে নয়ছয় করছেন বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয়দের অভিযোগ পচা ইট দিয়েই সুরু করে কাজ।সরজমিনে গিয়ে দেখা যায়,দেখা যায় ইটগুলো বৃষ্টিতেই অর্ধেক ধুয়ে গেছে।রাস্তার পুরোনো ইট দিয়েই রাস্তায় ইট বসানোর ৭০% কাজ করছেন ঠিকাদার।সাধারন জনগন ক্ষিপ্ত হয়ে ঠিকাদারকে চাপ দিলে সে ইট ১ নাম্বার দিবে বলে ওয়াদা দেয়। তার পরি শুরু হয় আওমিলীগের ৬ নং ওয়ার্ডের সাধারন সম্পাদকের তেলেছমাতি।খারাপ ব্যবহার, সাদেক আব্দুলাহর কাছের লোক পরিচয়ে সাধারন জনতার উপরে চরাও হয় এবং সব বাধা উপেক্ষা করে চালিয়ে যাচ্ছে পচা ইট দিয়ে কাজ এ অভিযোগ করেছেন স্থানীয় একাধিক ব্যক্তির।পাশা-পাশি ৮ ফুট রাস্তা হয়ে যাচ্ছে ৭ ফুট। এবিষয়ে মুঠোফোনে ঠিকাদার ফরাদ জানান,কাজের কার্যাদেশ অনুযায়ী পুরানো ইট দিয়ে কাজ করেছি। তাছারা কিছু ইটের ত্রুটি থাকায় পরে ১ নম্বর ইট আনছি।আমি কার্যাদেশ অনুযায়ী কাজ চালাচ্ছি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও