ঠাকুরগাঁওয়ের হরিপুরে করোনায় পিতা পুত্রের মৃত্যুতে ড্যাবের মহাসচিবের শোক

জুলাই ০৪ ২০২১, ১৯:৩৯

Spread the love

ঠাকুরগাঁও প্রতিনিদিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা বিএনপির সভাপতি ও শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী (৫০) এবং তার পিতা আলহাজ ইয়াকুব আলী (৭০) করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেন।তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ সভাপতি ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ডাঃ আব্দুস সালাম।
উল্লেখ্য যে, গত ১ জুলাই সন্ধ্যা ৭.৩০ মিনিটে পিতা ইয়াকুব আলী এবং পুত্র আজগর আলী রাত ১২.৩০মিনিটে মারা যায়।

পিতাপুত্রের মৃত্যুতে হরিপুর উপজেলা বিএনপি, উপজেলা চেয়ারম্যান, দৈনিক হরিপুর, হরিপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সুশিল সমাজের ব্যাক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

উপজেলা হাসপাতাল সুত্রে জানা যায়, আজগর আলী শাসকষ্ট জনিত কারণে হরিপুর হাসপাতালে ভর্তি হয়। ৩০শে জুন করোনা পজেটিভ আসায় সেদিন রাতেই দিনাজপুর নিয়ে যাওয়া হয়। আজগর আলীর পিতা ইয়াকুব আলী জ্বর, শাসকষ্ট জনিত কারণে দিনাজপুর মেডিকেলে ভর্তি হন, সেখানে করোনা পজেটিভ আসে।

আজগর আলীর চাচা ইউনুস আলীও কয়েকদিন আগে হরিপুর হাসপাতালে করোনার সিনটম নিয়ে ভর্তি হলে সেদিন রাতেই হাসপাতালে মৃত্যু হয় তার।তাদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ড্যাবের মহাসচিব ডাঃ আব্দুস সালাম সহ বিএনপির নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও